জার্মানির হাল ধরলেন শুমাখার

author-image
Harmeet
New Update
জার্মানির হাল ধরলেন শুমাখার

নিজস্ব সংবাদদাতাঃ বয়স বাড়লেও গতির সঙ্গে বন্ধুত্ব এখনও কমেনি অভিজ্ঞ মাইকেল শুমাখারের। আরওসি নেশনস কাপ টুর্নামেন্টে জার্মানির হয়ে অনবদ্য পারফর্ম করলেন তিনি। শুমাখারের পাশাপাশি সেবাস্তিয়ান ভেটেল দেশের হয়ে দুরন্ত পারফর্ম করেছেন।