এটিকে মোহন বাগানে যোগ দিতে চলেছেন তারকা উইঙ্গার

author-image
Harmeet
New Update
এটিকে মোহন বাগানে যোগ দিতে চলেছেন তারকা উইঙ্গার

নিজস্ব সংবাদদাতাঃফের এটিকে মোহন বাগানে যোগ দিতে পারেন নোংদম্বা নাওরেম। এফসি গোয়া থেকে বাগানে যোগ দিতে পারেন তিনি। 

শনিবারের বেলায় এই সম্ভাবনার কথা প্রকাশ্যে এসেছে। নাওরেম এর আগেও এটিকে মোহন বাগানে ছিলেন। ২০১৯-২০ মরসুমে ছিলেন মোহনবাগানে।