'ট্রফি ঘরে তোলো', ইস্টবেঙ্গলের জন্য বার্তা কিংবদন্তীর

author-image
Harmeet
New Update
'ট্রফি ঘরে তোলো', ইস্টবেঙ্গলের জন্য বার্তা কিংবদন্তীর

নিজস্ব সংবাদদাতাঃ আজ কন্যাশ্রী কাপের ফাইনাল। শ্রীভূমির বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল। এই টুর্নামেন্টে লাল হলুদের মহিলা ব্রিগেড প্রচুর গোল করেছে। ফাইনালের আগে কিংবদন্তী ঝুলন গোস্বামী এক ভিডিও বার্তায় বলেছেন, "প্রচুর গোল হয়েছে। আরো গোল করো, রেকর্ড গড়। ট্রফি তোলো ঘরে।"