নিজস্ব সংবাদদাতা : ত্রিপুরা নির্বাচনে বার্জালা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী মনোনীত করেছে ডঃ দিলীপ কুমার দাস। ওই একই আসনে কংগ্রেসের হয়ে লড়তে চলেছেন শিষ্ট মোহন দাস। ২০১৮ সালে বরজালা (পশ্চিম ত্রিপুরা) থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিলীপ কুমার দাস। জয়ও পেয়েছিলেন। তিনি বার্জালার বিধায়ক। পুনঃরায় দল তাকে একই আসনের জন্য প্রার্থী নির্বাচিত করেছে। এখন দেখার পুনঃরায় তিনি জয় পান কিনা।