ইপিএলঃ এভার্টন ধরে রাখল তাদের এই অনন্য রেকর্ড

author-image
Harmeet
New Update
ইপিএলঃ এভার্টন ধরে রাখল তাদের এই অনন্য রেকর্ড

নিজস্ব সংবাদদাতাঃ ২০১১/১২ মরসুমের পর থেকে এভার্টন একবারও ইপিএলে তাদের ওপেনিং ম্যাচ হারেনি এবং নতুন মরসুমের প্রিমিয়ার লিগেও এভার্টন তাদের এই রেকর্ড অক্ষত রাখল। শনিবার সাউদাম্পটনের বিরুদ্ধে ৩-১ ফলে জিতে এই মরসুমের ইপিএল যাত্রা শুরু করল তারা।