একনজরে দেখে নিন জন্মাষ্টমীর মুহুর্ত

author-image
Harmeet
New Update
একনজরে দেখে নিন জন্মাষ্টমীর মুহুর্ত

​নিজস্ব সংবাদদাতাঃ ২০২১ সালে কৃষ্ণজন্মাষ্টমী পড়ছে ৩০ অগাস্ট । সোমবারে এই বছর পড়েছে জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী ঘিরে উত্তর থেকে দক্ষিণ ভারতে একাধিক পুজো রীতিতে উৎসব আয়োজিত হয়। পালিত হয় বিভিন্ন পূজা বিধি।  ৩০ অগাস্ট রাত ১১:৪৭ মিনিট থেকে ৩১ অগাস্ট ১২:৩২ মিনিটে পালিত হবে নিশীথ পুজো। সেই সময় ৪৫ মিনিট সময় হাতে থাকে পুজো পাঠের জন্য। এই সময় শ্রীকৃষ্ণের জন্ম হয় বলে ধরে নেওয়া হয়। সেই সময় চলে বিশেষ পুজোপাঠ।