এবারের রাখি পূর্ণিমায় রয়েছে বিশেষ যোগ , দেখে নিন

author-image
Harmeet
New Update
এবারের রাখি পূর্ণিমায় রয়েছে বিশেষ যোগ , দেখে নিন

​নিজস্ব সংবাদদাতাঃ   ২২ অগাস্ট রাখী পূর্ণিমায় পড়ছে এবার একটি বিশেষ যোগ। এই বছরে রাখী পূর্ণিমায় ঘনিষ্ঠা ও শোভন যোগ পড়ছে। এই যোগের ফলে এমন দিনে এই উৎসব ঘিরে শুভফল পাওয়া যাবে। ফলে ২২ তারিখটি শুভ বলে বিবেচিত হবে।২০২১ সাল ২১ অগাস্টই পড়ে যাচ্ছে পূর্ণিমা। ২১অগাস্ট সন্ধ্যে ০৭ মিনিট নাগাদ পড়বে পূর্ণিমা। এরপর ২২ অগাস্ট পূর্ণিমা তিথি বিকেল ৫ টা ৩১ মিনিট পর্যন্ত থাকবে। রাখী পরানোর ভালো মুহূর্ত থাকবে ভোর ৬টা ১৫ মিনিট থেকে বিকেল ৫ টা পর্যন্ত।