​নিজস্ব সংবাদদাতাঃ জানি, সারা সপ্তাহ কাজ করেন। অনেক দিন হয়ত বাইরেও ঘুরতে যেতে পারেন নি। সপ্তাহের শেষে দু’জনে কিছুটা সময় একান্তে কাটান। না দেখা সিনেমা বা ওয়েব সিরিজ দেখুন, গান শুনুন অথবা বুক রিডিং সেশন করুন। দেখবেন সম্পর্কের জটিলতা অনেকটাই কাটবে।