সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় আফগানিস্তানের হাজার হাজার মানুষের বিক্ষোভ

author-image
Harmeet
New Update
সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় আফগানিস্তানের হাজার হাজার মানুষের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতাঃ গত সপ্তাহে সুইডেনে উগ্র ডানপন্থী এক রাজনীতিবিদ প্রকাশ্যে কোরআনে আগুন ধরিয়ে দেওয়ার পর ক্ষোভ প্রকাশ করতে শুক্রবার হাজার হাজার আফগান বিক্ষোভ করেছে। শুক্রবার বিকেলে কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, "আজ শহরের বিভিন্ন অংশে কাবুলের বাসিন্দারা বিক্ষোভ করেছে।" উত্তরাঞ্চলীয় বাদাকশান প্রদেশে প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, 'জুমার নামাজের পর হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেছে।' মাহজুদ্দেন আহমাদি বলেন, 'বিক্ষোভকারীদের স্লোগান ছিল সুইডেন, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মৃত্যু হোক।' তালেবান প্রশাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, 'তালেবান বলেছে এ ধরনের পদক্ষেপের পুনরাবৃত্তি হওয়া উচিত নয়, তারা ইসলামি আমিরাতকে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে বলেছে।'