আইসিসির তদন্তে সহযোগিতা করবে না ফিলিপাইন

author-image
Harmeet
New Update
আইসিসির তদন্তে সহযোগিতা করবে না ফিলিপাইন

নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক অপরাধ আদালতের ফিলিপাইনের মাদক যুদ্ধের তদন্ত পুনরায় শুরু করার অনুমতি দেওয়ার সিদ্ধান্তটি "বিরক্তিকর" বলে মন্তব্য করেছেন দেশটির বিচার সচিব। জেসুস ক্রিসপিন রেমুল্লা বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে স্বাক্ষরকারী ফিলিপাইনের ওপর আইসিসির চাপ প্রয়োগ করা উচিত নয়। তিনি জানান,'ফিলিপাইন মাদক যুদ্ধের তদন্তের মামলা আমাদের অপমান করেছে, তাই সহযোগিতা করা হবে না'।