আফগান বাসীর উদ্দেশ্যে কি বার্তা দিলেন ঘানি?

author-image
Harmeet
New Update
আফগান বাসীর উদ্দেশ্যে কি বার্তা দিলেন ঘানি?

​নিজস্ব সংবাদদাতাঃ  একদিকে রাজধানী কাবুলের দোরগোড়ায় চোখ রাঙাচ্ছে তালিবান। অন্যদিকে, আফগান প্রেসিডেন্ট আসরাফ ঘানির পদত্যাগ চাইছে পাকিস্তান। এরই মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রেসিডেন্ট। আজ ভার্চুয়ালি ভাষণ দেন ঘানি। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, বিগত ২০ বছরে ফিরে পাওয়া গৌরব হারাতে দেবেন না তিনি। এর আগে গত বুধবার প্রেসিডেন্টকে জনসমক্ষে দেখা গিয়েছিল মাজার-ই-শরিফে। ইতিমধ্যে সেই মাজার-ই-শরিফও চলে গিয়েছে তালিবানের দখলে। দেশের সেনাবাহিনীকে নিজেদের অবস্থানে ফেরানোই যে মূল লক্ষ্য, সে কথাও সাফ জানিয়েছেন ঘানি।