বড়ো পর্দায় ফিরছেন সানি দেওল

author-image
Harmeet
New Update
বড়ো পর্দায় ফিরছেন সানি দেওল

নিজস্ব সংবাদদাতাঃ  ২২ বছর পর ফিরতে চলেছে ‘গদর’। ২০০১ সালে সব ছবির রেকর্ড ভেঙে দিয়েছিল ‘গদর’। দেশপ্রেম এবং আবেগকে নতুন ভাবে তুলে ধরেছিল এই ছবি। ২০২৩ সালের অন্যতম আকর্ষণ হতে চলেছে এই ছবি।  প্রজাতন্ত্রের দিন সামনে ‘গদর ২’-এর পোস্টার।