New Update
/anm-bengali/media/post_banners/WJoHk9iwP8lErI9A1VSk.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পদ্মশ্রী পুরষ্কার পাচ্ছেন জলপাইগুড়ির ১০২ বছর বয়সী সারিন্দা বাদক মঙ্গলা কান্তি রায়। এদিন সারিন্দা বাদক জানান, 'যখন থেকে আমরা পদ্মশ্রী পুরষ্কারের কথা জানতে পেরেছি, তখন থেকেই আমি খুব খুশি । আমি চার-পাঁচ বছর বয়স থেকেই সারিন্দা বাজাচ্ছি। দিল্লি, কামাখ্যা থেকে দার্জিলিং পর্যন্ত সর্বত্র সারিন্দা বাজিয়েছি।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us