New Update
/anm-bengali/media/post_banners/sox9cVx5OkIfYoCQYphx.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজধানীতে শুরু হয়ে গিয়েছে কুচকাওয়াজ। ইতিমধ্যে কর্তব্যপথে দেখা গিয়েছে অর্জুন ট্যাংক, ব্রাহ্মোস-এর মতো অত্যাধুনিক যুদ্ধাস্ত্র দেখা গিয়েছে রাজপথে। এবার দেখা গিয়েছে 'আকাশ' ক্ষেপণাস্ত্র। ক্যাপ্টেন সুনীল দশরাথের নেতৃত্বে ২৭ এয়ার ডিফেন্স মিসাইল রেজিমেন্টের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম প্রদর্শিত হয়েছে।
#RepublicDay | AKASH weapon system of 27 Air Defence Missile Regiment, 'the Amritsar Airfield' led by Captain Sunil Dasharathe and accompanied by Lt Chetana Sharma of 512 Light AD Missile Regiment (SP) pic.twitter.com/aAzsFJfpUI
— ANI (@ANI) January 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us