New Update
/anm-bengali/media/post_banners/oBkuwA3GTJJewaY1AjlL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাত পোহালেই স্বাধীনতা দিবস। তার আগেই উপত্যকায় হাই অ্যালার্ট জারি করা হল। স্বাধীনতা দিবস-এর একদিন আগে জম্মু-কাশ্মীরে জঙ্গিদের হামলার ছক বানচাল করে সেনা। পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ৪ জইশ জঙ্গি। পুলিশ সূত্রে খবর, ধৃত জঙ্গিরা স্বাধীনতা দিবসের দিন মোটর বাইকে IED-দ্বারা বিস্ফোরণের ছক কষেছিল। যদিও উপত্যকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us