শাড়ি পরে ব্যাকফ্লিপ করে বাজিমাত তরুণীর

author-image
Harmeet
New Update
শাড়ি পরে ব্যাকফ্লিপ করে বাজিমাত তরুণীর

​নিজস্ব সংবাদদাতাঃ  ভারতীয় মহিলাদের মধ্যে আজকাল একটা নতুন চল দেখা যাচ্ছে। প্রচলিত ধারণার বাইরের কোনো এক কঠিন স্টান্ট তাঁরা করে দেখাচ্ছেন। চলটা এটা নয়। চলটা হল, এনারা এই স্টান্ট কোনো ট্র্যাকস্যুট বা জাম্পার্স পরে করছেন না। এই স্টান্ট ওনারা করছেন শাড়ি পরে। স্বাভাবিকভাবেই মনে হবে যে শাড়ি পরে স্টান্ট করা সম্ভব কীভাবে! যেকোনো মুহূর্তে বিপদ হতে পারে তো! কিন্তু, অদ্ভুত ব্যাপার হলো, এই মহিলারা তাঁদের স্টান্টের মাঝে শাড়ির প্রতিকূলতাকে সুন্দরভাবে এড়িয়ে যেতে পারেন। সম্প্রতি একটি মহিলার শাড়ি পরা অবস্থায় ব্যাকফ্লিপ করার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।