ধর্মতলায় পৌঁছাল নাগরিক মঞ্চের মিছিল

author-image
Harmeet
New Update
ধর্মতলায় পৌঁছাল নাগরিক মঞ্চের মিছিল

নিজস্ব সংবাদদাতাঃ ধর্মতলায় পৌঁছাল নাগরিক মঞ্চের মিছিল। মিছিল রুখতে ধর্মতলায় মোতায়েন প্রচুর পুলিশ, ব্যারিকেড।  রানী  রাসমণি এভিনিউতে বন্ধ যান চলাচল। নৌশাদ সিদ্দিকির গ্রেফতারির প্রতিবাদে মিছিলের ডাক দেয় ISF।