সিউড়ি কো- অপারেটিভ ব্যাঙ্কে ফের কেন সিবিআই হানা?

author-image
Harmeet
New Update
সিউড়ি কো- অপারেটিভ ব্যাঙ্কে ফের কেন সিবিআই হানা?

নিজস্ব সংবাদদাতাঃ  সিউরিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।  সিউড়ি কো- অপারেটিভ ব্যাঙ্কে ফের সিবিআই হানা। সিউড়ির সমবায় ব্যাঙ্কে ১৭৭ টি বেনামী অ্যাকাউন্টের হদিশ পায় সিবিআই।    সিবিআই-এর দাবি, 'এই  অ্যাকাউন্ট ব্যবহার করেই গরু পাচারের কালো টাকা সাদা করা হত।' 'কাদের নামে এই বেনামী অ্যাকাউন্ট?' তদন্তে নেমেছে সিবিআই।