নিজস্ব সংবাদদাতাঃ গবেষণায় এই তথ্য প্রকাশ্যে এসেছে যে, গুহামানবরা পশুর দাঁতের সাহায্যে, খোলস বা পাথরের সাহায্যে শেভ করতেন। তারও হাজার বছর পর প্রাচীন ইজিপ্টে এই হেয়ার রিমুভাল পদ্ধতির আধুনিকীকরণ হয়। সেই পদ্ধতিই এখন জনপ্রিয় হয়ে উঠেছে। চিনি, লেবু এবং জলের সাহায্য়ে একটি আঠালো পেস্ট বানানো হত। তা শরীরে লাগিয়ে মসলিন কাপড়ের সাহায্য়ে শরীর থেকে লোম টেনে তোলা হত। রানি ক্লিওপেট্রাই তাঁর শরীরের সমস্ত লোম তুলে ফেলতেন। এই পদ্ধতিই সেই সময় কাজে লাগানো হত।
শরীরের লোম, বিশেষত পিউবিক হেয়ার সেই সময় একটি প্রাচীন মিশরীয় সংস্কৃতিতে নোংরা এবং অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হত। তাই জন্য অনেক মহিলাই হেয়ার রিমুভাল পদ্ধতি বেছে নিয়েছিলেন। অনেক পুরুষও দাড়ি কামিয়ে ফেলতেন, নিজেদের স্টেটাস দেখানোর জন্য। কারণ, দাস এবং চাকরদের মধ্যে সেই সময় দাড়ি রাখা খুব সাধারণ ব্যাপার ছিল।
প্রাচীন গ্রিক সভ্যতায়ও একই প্রথা প্রচলিত ছিল। সেই জন্য সেই সময় গ্রিক সভ্যতার মহিলাদের কোনও চুল রাখার রীতি ছিল না। এই প্রথাই চলে রোমান সভ্যতাতেও।