New Update
/anm-bengali/media/post_banners/K8AA8DISVDCEkS0Wbnur.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন থিয়াগো সিলভা। দল হিসেবে চেলসি এবারের মরসুমে দাগ কাটতে ব্যর্থ হয়েছে। কিন্তু ব্যক্তিগত মুন্সিয়ানার দৌলতে ব্রাজিলের থিয়াগো সিলভা এখনও উজ্জ্বল। কিংবদন্তী মালদিনির উদাহরণ দিয়ে সিলভা বলেছেন, "চল্লিশ কিংবা একচল্লিশ বছর বয়সেও মালদিনি চুটিয়ে খেলেছিলেন। আমিও নিজেকে সেই উচ্চতায় নিয়ে যেতে চাই।" সিলভার বয়স এখন ৩৮।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us