মাধ্যমিক পাসে ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরির সুযোগ

author-image
Harmeet
New Update
মাধ্যমিক পাসে ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরির সুযোগ


নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিক পাসে ভারত সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরির সুযোগ। মোট শূন্যপদ ১৬৭৫ টি (নিরাপত্তা সহকারী-১৫২৫, এমটিএস-১৫০) । মাধ্যমিক পাসের সঙ্গে রাজ্যের আবাসিক শংসাপত্র থাকলে এবং স্থানীয় ভাষা জানা থাকলে চাকরির জন্য আবেদন করা যাবে।

বয়স- নিরাপত্তা সহকারী- চাকরি প্রার্থীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
          এমটিএস- চাকরি প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
এসসি এবং এসটিদের জন্য ৫ বছর ও ওবিসিদের জন্য ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।
বেতন- নিরাপত্তা সহকারী- ২১,৭০০-৬৯,১০০
           এমটিএস- ১৮,০০০-৫৬,৯০০

আবেদনের জন্য ৪৫০ টাকা লাগবে। আবেদনের শেষ তারিখ ১০.০২.২০২৩। বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন (https://drive.google.com/file/d/1s9tcWAaIQLy_PJXv2kmND2-R9WK-RZ2J/view)। বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন (https://www.mha.gov.in/notifications/vacancies)।