নিজস্ব সংবাদদাতাঃ শুভমন গিলের পর এবার তারকা কুস্তিগির বিনেশ ফোগতের সমর্থনে এগিয়ে এলেন ভারতের প্রতিভাবান ক্রিকেটার কুলদীপ যাদব। কুলদীপ টুইটারে লিখেছেন, ‘তুমি একজন যোদ্ধা, আর এর পাশাপাশি এমন একজন অ্যাথলিট যে কখনও হাল ছাড়ে না। বিনেশ ফোগত তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে’।