নিজস্ব সংবাদদাতা: আমডাঙায় গিয়ে প্রধান শিক্ষকের কাছে রাস্তা নিয়ে অভিযোগ শুনলেন 'দিদির দূত'। বেহাল রাস্তার কারণে স্কুলে আসতে সমস্যা হচ্ছে পড়ুয়াদের। 'দিদির দূত' তাপস রায় ও রফিকুর রহমানের কাছে অভিযোগ বেড়াবেড়ি হাইস্কুলের প্রধান শিক্ষকের। স্কুলে পর্যাপ্ত শিক্ষক ও কর্মী না থাকারও অভিযোগ। অভিযোগ পেয়ে রাস্তা সারানোর আশ্বাস তাপস রায়, রফিকুর রহমানের।