New Update
/anm-bengali/media/post_banners/np2QxITMCdx36J1EEZCf.jpg)
নিজস্ব সংবাদদাতা: ঘরের মাঠে বিশ্বকাপ, খেতাব জয়ের অন্যতম দাবীদার ছিল ভারত। টুর্নামেন্টে প্রত্যাশা জাগিয়েও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি শ্যুট-আউটে হেরেছে দল. শেষ হয়েছে বিশ্বকাপ জয়ের আশা। ঘরের মাঠে দলের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে উঠে আসছে কোচ গ্রাহাম রিডের ভূমিকার কথা। দল নির্বাচন, খেলোয়াড়দের মানসিকতা, করা পেনাল্টি নেবেন ইত্যাদি বিষয় কোচ আরো ভেবে সিদ্ধান্ত নিতে পারতেন বলে মনে করছেন ক্রীড়া-বোদ্ধাদের একাংশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us