ইসোয়াতিনিতে মানবাধিকার কর্মী হত্যার নিন্দা জাতিসংঘ মহাসচিবের

author-image
Harmeet
New Update
ইসোয়াতিনিতে মানবাধিকার কর্মী হত্যার নিন্দা জাতিসংঘ মহাসচিবের

নিজস্ব সংবাদদাতাঃ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টার্ক সোমবার দক্ষিণ আফ্রিকার দেশ ইসোয়াতিনিতে গণতন্ত্রপন্থী এক নেতৃস্থানীয় কর্মীকে 'নৃশংসভাবে হত্যার' নিন্দা জানিয়েছেন। মানবাধিকার আইনজীবী থুলানি মাসেকোকে শনিবার তার বাড়িতে গুলি করে হত্যা করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন তুর্ক। তিনি এই হত্যাকাণ্ডের একটি স্বাধীন ও কার্যকর তদন্ত নিশ্চিত করার জন্য ইসোয়াতিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ইসোয়াতিনিকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তরিত করার প্রচেষ্টায় মাসেকো একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। বিচার ব্যবস্থার স্বাধীনতার অভাবের সমালোচনা করার অভিযোগে ২০১৪ সালে তাকে কারারুদ্ধ করা হয় বলে জানিয়েছে জাতিসংঘ। তিনি আপিলে এক বছর পরে মুক্তি পেয়েছিলেন।