ত্রিপুরায় মহিলাদের ভয় দেখাচ্ছে বিজেপি, অভিযোগ তৃণমূলের

author-image
Harmeet
New Update
ত্রিপুরায় মহিলাদের ভয় দেখাচ্ছে বিজেপি, অভিযোগ তৃণমূলের

নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরায় মহিলাদের ভয় দেখাচ্ছে বিজেপি। এমনটাই অভিযোগ তুলল তৃণমূল। একদিকে যেখানে বাংলায় মহিলাদের নিরাপত্তা ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপি, সেখানে ত্রিপুরায় মহিলাদের কোনও নিরাপত্তা নেই বলে অভিযোগ তুলল তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের বক্তব্য, 'বাংলায় তৃণমূলকে হারাতে ব্যর্থ হয়েছে বিজেপি। এদিকে ত্রিপুরায় মহিলাদের কোনও নিরাপত্তা নেই। বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি। ভয় দেখিয়ে তৃণমূলকে আটকানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে চমকিয়ে-ধমকিয়ে ভয় দেখানো যাবে না। বাংলার মানুষ বিজেপির ভয় দেখানোকে ভালোভাবে নেননি। নির্বাচনেই তা প্রমানিত হয়েছে। কাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় স্বাধীনতা দিবস পালন করবে। ত্রিপুরার মানুষ পরাধীন হয়ে আছেন। ত্রিপুরা রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে শিক্ষকরা চাকরি হারিয়েছেন। শিক্ষকরা আন্দোলন চালান, তৃণমূল তাঁদের পাশে আছে।'