New Update
/anm-bengali/media/post_banners/gqhnyNrtY9e3rY34NvEQ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ওমিদ সিং সংক্রান্ত সমস্যা এখনও মেটেনি। স্কোয়াডের সঙ্গে যোগ দিয়েছেন জেক জার্ভিস। সমস্যা না মেটায় জেক জার্ভিসকে কেন্দ্র করেও রয়েছে ধোঁয়াশা। ইস্টবেঙ্গল কবে তাকে মাঠে নামাতে পারবে সে ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবুও ইন্ডিয়ান সুপার লীগের আগামী ম্যাচের জন্য গোয়ায় নিয়ে যাওয়া হচ্ছে জেক জার্ভিসকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us