মুখ্যমন্ত্রীকে অবমাননাকর মন্তব্য, গ্রেফতার বিজেপি নেতা

author-image
Harmeet
New Update
মুখ্যমন্ত্রীকে অবমাননাকর মন্তব্য, গ্রেফতার বিজেপি নেতা


নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনকে অবমাননাকর মন্তব্যের জন্য গ্রেফতার করা হয়েছে এক বিজেপি নেতাকে। ধৃত বিজেপি নেতার নাম জগদীসান। 

CM Stalin's call for a Collective of States is need of the hour: DMK  spokesperson writes | The News Minute

সে কাঞ্চিপুরম জেলার বাসিন্দা। আইপিসির ২৯৪(বি),১৫৩(এ), ৫০৫(২) এবং আইটি আইনের ৬৭ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে।