জার্মানি ট্যাংক পাঠালে ইউক্রেনকে 'অর্থ প্রদান' করতে হবে: রাশিয়া

author-image
Harmeet
New Update
জার্মানি ট্যাংক পাঠালে ইউক্রেনকে 'অর্থ প্রদান' করতে হবে: রাশিয়া

নিজস্ব সংবাদদাতা: কিয়েভে অত্যাধুনিক অস্ত্র পাঠানোর জন্য জার্মানির ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যে ক্রেমলিন বলেছে, জার্মানি ট্যাংক পাঠালে ইউক্রেনকে 'অর্থ প্রদান' করতে হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনে জার্মান তৈরি লেপার্ড-২ ট্যাংক পাঠানো নিয়ে চলছে বিতর্ক। ফলে যে জোটের সদস্যদের মধ্যে উদ্বিগ্নতা ক্রমাগত বাড়ছে।