কুস্তিগীরদের অভিযোগের তদন্তকারী কমিটির প্রধান হবেন মেরি কম: অনুরাগ ঠাকুর

author-image
Harmeet
New Update
কুস্তিগীরদের অভিযোগের তদন্তকারী কমিটির প্রধান হবেন মেরি কম: অনুরাগ ঠাকুর

নিজস্ব সংবাদদাতাঃ গত সপ্তাহের বুধবার থেকে রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন ভারতীয় কুস্তিগীররা। এই নিয়ে জল গড়িয়েছে বহুদূর। এই নিয়ে আজ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, 'আজ তদন্তকারীকমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান হবেন মেরি কম। আগামী মাসে এই কমিটি কুস্তিগীরদের অভিযোগের তদন্ত করবে।' প্রসঙ্গত উল্লেখ্য, অলিম্পিক পদক বিজয়ী যোগেশ্বর দত্ত, ধ্যানচাঁদ পুরস্কারপ্রাপ্ত তৃপ্তি মুরগুন্ডে, এসএআই সদস্য রাধিকা শ্রীমান এবং প্রাক্তন সিইও টপস সিডিআর রাজেশ রাজাগোপালনও এই কমিটির অংশ।