দেশের ক্রমহ্রাসমান জন্মহার মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণের চিন্তায় জাপানের প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
দেশের ক্রমহ্রাসমান জন্মহার মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণের চিন্তায় জাপানের প্রধানমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা: দেশের ক্রমহ্রাসমান জন্মহার মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণের চিন্তায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সোমবার এই বিষয়ে নিজের মত প্রকাশ করেন কিশিদা।

With fresh mandate, Kishida set to have hands full in coming months | The  Japan Times

 তিনি জানান, বিশ্বের প্রাচীনতম সমাজের বৃদ্ধির জন্য জন্ম সংখ্যা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজনীয়। এখনই এই বিষয়ে ভেবে দেখতে হবে বলে জানিয়েছেন তিনি।