New Update
/anm-bengali/media/post_banners/araWUHPZJOQF47YED9ZV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রবিবার দুর্বল ডিফেন্স নিয়ে হকি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারত। আর তারপর থেকেই নেটিজেনদের রোষের মুখে পড়তে হচ্ছে দলের কোচ গ্রাহাম রেইড থেকে শুরু করে দলের অধিনায়ক হরমনপ্রীত সিং , গোলরক্ষক পি আর শ্রীজেশ সহ সকলকেই। আজ তারই মাঝে হকি ইন্ডিয়ার টুইটার একাউন্ট থেকে একটি টুইট করে এই কোথায় সময়ে ভারতীয় হকি দলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us