এভার্টন কি ইপিএলে তাঁদের এই অনন্য রেকর্ডটি এই মরসুমেও বজায় রাখতে পারবে?

author-image
Harmeet
New Update
এভার্টন কি ইপিএলে তাঁদের এই অনন্য রেকর্ডটি এই মরসুমেও বজায় রাখতে পারবে?

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের যাত্রা শুরু করছে এভার্টন। তাদের প্রতিপক্ষ সাউদাম্পটন। এভার্টন ২০১১/১২ মরসুমের ইপিএলের পর থেকে থেকে একবারও ইপিএলে তাদের ওপেনিং ম্যাচ হারেনি। এবার দেখার সাউদাম্পটনের সামনেও সেই রেকর্ডটি তারা বজায় রাখতে পারে কিনা।