নিজস্ব সংবাদদাতাঃ শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের যাত্রা শুরু করছে এভার্টন। তাদের প্রতিপক্ষ সাউদাম্পটন। এভার্টন ২০১১/১২ মরসুমের ইপিএলের পর থেকে থেকে একবারও ইপিএলে তাদের ওপেনিং ম্যাচ হারেনি। এবার দেখার সাউদাম্পটনের সামনেও সেই রেকর্ডটি তারা বজায় রাখতে পারে কিনা।