New Update
/anm-bengali/media/post_banners/M6hV3jPVry03E5PfMpC5.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারতীয় নৌবাহিনীতে শীঘ্রই অন্তর্ভুক্ত করা হবে সাবমেরিন ভাগিরকে। এটি প্রোজেক্ট ৭৫ কালভারী ক্লাসের পঞ্চম সাবমেরিন। নৌবাহিনীর ডকইয়ার্ড মুম্বাইয়ে 'অ্যাডএম আর হরিকুমার সিএনএস'-এর উপস্থিতিতে এই সাবমেরিনটিকে নৌবাহিনীর অন্তর্ভুক্ত করা হবে। এরফলে ভারতীয় নৌসেনার শক্তি অনেকটাই বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us