নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন আইনপ্রণেতারা রবিবার মার্কিন সরকারকে ইউক্রেনে এম ১ আব্রামস প্রধান যুদ্ধ ট্যাংক রফতানি করার জন্য আহ্বান জানিয়েছে বলেছেন যে কিয়েভকে একটি প্রতীকী সংখ্যা পাঠানোও রাশিয়াকে চাপ দেওয়ার জন্য যথেষ্ট হবে। হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির নবনিযুক্ত রিপাবলিকান চেয়ারম্যান মাইকেল ম্যাককাউল বলেন, 'রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য মিত্রদের, বিশেষ করে জার্মানিকে তাদের নিজস্ব ট্যাংকের মজুদ উন্মুক্ত করতে মাত্র একটি আব্রামস ট্যাংকই যথেষ্ট হবে। এমনকি আমরা আব্রামস ট্যাংকগুলো রাখতে যাচ্ছি বলাও যথেষ্ট হবে।"