সিরিয়ার আলেপ্পোতে ভবন ধসে নিহত ১৩

author-image
Harmeet
New Update
সিরিয়ার আলেপ্পোতে ভবন ধসে নিহত ১৩

নিজস্ব সংবাদদাতাঃ সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় একটি আবাসিক ভবন ধসে নিহত হয়েছেন অন্তত ১৩ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকে আছে বলে ধারণা করছে উদ্ধারকারী দল। জানা গিয়েছে, শেখ মাকসুদ জেলার পাঁচতলা ভবনটি দুর্বল ভিত্তির কারণে ধসে পড়েছে। গত কয়েক বছরে আলেপ্পোর বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। কারণ হিসেবে জানা গেছে, সিরিয়ায় মার্কিন ও রুশ বাহিনীর বিমান হামলায় বেশিরভাগ আবাসিক ভবন দুর্বল হয়ে পড়েছে। এসব ভবনে থাকা বেশ ঝুঁকি হয়ে পড়েছে। দেশটিতে জনগণের ভোগান্তি এবং পুনর্গঠনের কাজ ধীরগতির কারণ হিসেবে যুদ্ধ ও পশ্চিমা নিষেধাজ্ঞাকে দায়ী করেছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার।