২৩ জানুয়ারি এবং ২৬ জানুয়ারিকে সামনে রেখে সতর্কতা রেল পুলিশের

author-image
Harmeet
New Update
২৩ জানুয়ারি এবং ২৬  জানুয়ারিকে সামনে রেখে সতর্কতা রেল পুলিশের

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ২৩ জানুয়ারি এবং ২৬  জানুয়ারিকে সামনে রেখে সতর্কতা রেল পুলিশের। খড়গপুর এর পর থেকে টাটা পর্যন্ত গোটা এলাকাটাই মাওবাদী অধ্যুষিত। একাধিক নাশকতার ঘটনাও ঘটছে এই এলাকায়। সেই দিকে নজর রেখেই খড়গপুরের পর থেকে সমস্ত স্টেশনে স্পেশাল ড্রাইভ শুরু করছে রেল পুলিশ। সাথে বম্ব স্কোয়াডের টিম ও স্নিফার ডগ।আঁটো সাঁটো নিরাপত্তা ব্যবস্থা রেলের তরফে। 


কোথাও কোনও রকমের যাতে নাশকতা না ঘটাতে পারে তার জন্য কড়া ব্যবস্থাপনা রেলের তরফে। স্টেশন চত্ত্বর, রেল ট্র্যাক-সমস্ত কিছুই কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করছেন তারা। পাশাপাশি প্ল্যাটফর্মে যে সমস্ত যাত্রীরা ট্রেন ধরতে আসছেন তাদের লাগেজও চেক করে দেখা হচ্ছে। অপর দিকে জেলা পুলিশের পক্ষ থেকেও চলছে বিভিন্ন জায়গা নাকা চেকিং।