New Update
/anm-bengali/media/post_banners/Js5NqIgQ8Hq3nS7XW91I.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুটআউটে কেঁপে উঠল খড়দা। দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন এক তৃণমূল নেতা। মৃত ওই তৃণমূল নেতার নাম রণজয় শ্রীবাস্তব। ইতিমধ্যেই এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। জানা গিয়েছে, এক সঙ্গীকে নিয়ে রণজয় গাড়িতে চড়ে বিটি রোড ধরে যাচ্ছিলেন। অভিযোগ, খড়দার বড়পট্টি এলাকায় গাড়ি লক্ষ্য করে গুলি বোমা ছোড়া হয়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকদিন ধরেই রণজয়ের কাছে হুমকি ফোন আসছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us