রমরমা জাল লটারির কারবার, ধৃতদের তোলা হল আদালতে

author-image
Harmeet
New Update
রমরমা জাল লটারির কারবার, ধৃতদের তোলা হল আদালতে

হরি ঘোষ, জামুড়িয়া : ফের কোটি টাকার জাল লটারি উদ্ধার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানার পুলিশ। জামুড়িয়া থানা এলাকায় দীর্ঘদিন ধরে চলছিল জাল লটারি কারবার, এই খবর থানায় পৌঁছাতে তৎপর হয়ে ওঠে জামুড়িয়া থানার পুলিশ।  গত ৫ জানুয়ারি গোপন সূত্রে খবর পেয়ে জামুড়িয়া বাইপাস ট্রাফিক গার্ডের কাছে একটা দোকানের ভেতরে হানা দিয়ে লক্ষ লক্ষ টাকার জাল লটারি উদ্ধার করে পুলিশ। এর সাথে দোকানের মালিক কমলেশ কুমার গুপ্তা সহ শ্যামল কর্মকার, রাকেশ সিং,সরফরাজ আলম এবং মোহাম্মদ নাসিম আনসারীকে আটক করে পুলিশ।



 এরপর তৎপর হয় জামুরিয়া থানার পুলিশ এবং এর পেছনে আর কারা যুক্ত আছে, কোথা থেকে আসছে এই লটারি , তার তদন্ত শুরু করে। এরই মধ্যে বেশ কিছু এলাকা থেকে বেশ কিছু ব্যবসায়ীদের নাম উঠে আসে। তদন্তে গতকাল রাত্রে আসানসোলের নেমতপুর এবং কুলটি এলাকা থেকে খবর পেয়ে প্রায় কোটি টাকার জাল লটারি উদ্ধার করল জামুড়িয়া থানার পুলিশ এবং এর সাথে নেমতপুর ও কুলটির বাসিন্দা মিরাজ খান ,বিল্টু দাস ,গণেশ প্রসাদ ,এবং অমর দেব সাউ নামে চারজন ব্যক্তিকে গ্রেফতার করে আসানসোল জেলা আদালতে পাঠানো হল। ঘটনায় আর কারা জড়িত বা কতদূর এই চক্র চলছে জানতে যে চারজনকে আজ জেলা আদালতে পাঠানো হল তাদের মধ্যে তিনজনকে ১০ দিনের পুলিশ হেফাজতে  চাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।