নিজস্ব সংবাদদাতাঃ ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে এ কি হল! অনুরাগীরা এখনও ম্যাচের ফলাফল বিশ্বাস করতে পারছেন না। আর্সেনালকে ২-০ ফলে হারিয়ে নিজেদের প্রিমিয়ার লিগ যাত্রা শুরু করল ব্রেন্টফোর্ড। ব্রেন্টফোর্ডের দুই গোলদাতা হলেন সের্গি ক্যানোস এবং ক্রিস্টিয়ান নোরগার্ড।