/anm-bengali/media/post_banners/gkt8kX7Meupzwpxyn0Dw.jpg)
দেবাশিস বিশ্বাস , মাথাভাঙ্গাঃ দেশজুড়ে চলছে করণা টিকাকরন । ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মাথাভাঙ্গা দুই নং ব্লকের ঘোকসাডাঙ্গাতে শুরু হয়েছ ব্যবসায়ীদের কোভিড ভ্যাকসিনেশন প্রক্রিয়া । ৪৫ বছরের ঊর্ধ্ব দের টিকাদান আগেই শুরু হয়েছে ।
ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় সোমবার থেকে ব্লকের বিভিন্ন এলাকার বিভিন্ন জরুরি পরিষেবার সাথে জড়িত ব্যক্তিদের করোনা মোকাবিলায় কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয় । ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় স্বেচ্ছাসেবক এবং ভলেন্টিয়ার এর দায়িত্বে দেখা যায় এলাকার এনজিওর সদস্যদের । আজ এলাকার ব্যবসায়ীদের ও বেশকিছু মহিলাদেরকেও ভ্যাকসিন দেওয়া হয় বলে খবর। এদিন করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা সহ বিভিন্ন বিষয়ে বার্তাও দেন ব্লক প্রশাসনের আধিকারিকরা ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা।
ঘোকসাডাঙ্গা ব্যাবসায়ী সমিতির সম্পাদক মানিক চন্দ্র দে জানান করোনা ঠেকাতে ব্লক প্রশাসন আমাদের ব্যবসায়ীদের ভ্যাকসিন দেওয়ার জন্য তালিকা চেয়ে পাঠিয়েছেন, সেইমতো আমরা পাঠিয়েছি ।
আরও খবরঃ https://anmnews.in/?p=215512 / http://anmnews.in/?p=215503
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us