বুরকিনা ফাসোয় ৬৬ নারী ও শিশুকে উগ্রবাদীদের হাত থেকে মুক্ত করা হয়েছে

author-image
Harmeet
New Update
বুরকিনা ফাসোয় ৬৬ নারী ও শিশুকে উগ্রবাদীদের হাত থেকে মুক্ত করা হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ বুরকিনা ফাসোর সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় সাহেল অঞ্চলে খাবার সংগ্রহের সময় চলতি মাসের শুরুতে ইসলামী চরমপন্থীদের হাতে অপহৃত ৬৬ নারী ও শিশুকে মুক্তি দিয়েছে। জানা গিয়েছে, মধ্য-উত্তর অঞ্চলে সামরিক অভিযানের সময় সশস্ত্র বাহিনী জিম্মিদের খুঁজে পেয়েছে। এই গ্রুপে ৩৯ জন ছিল, তাদের মধ্যে চারটি শিশু ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১২ ও ১৩ জানুয়ারি ইসলামী চরমপন্থীরা যখন তাদের অপহরণ করে, তখন তারা সুম প্রদেশের আরবিন্দা শহরের কাছে বন্য ফল সংগ্রহ করতে গ্রামাঞ্চলে বের হয়েছিল। চরমপন্থীরা পশ্চিম আফ্রিকার দেশটির আশেপাশের শহরগুলো ঘেরাও করে রেখেছে, মানুষ ও পণ্য অবাধে চলাচলে বাধা দিচ্ছে। আরবিন্দা শহরটি বছরের পর বছর ধরে জিহাদি অবরোধের মধ্যে রয়েছে, যার ফলে নারীরা যদি দেশ ছাড়ার চেষ্টা করে তবে তারা আক্রমণের ঝুঁকিতে রয়েছে বলে মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে।