নিজস্ব সংবাদদাতাঃ তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক টুইটবার্তায় জানিয়েছে, তাইওয়ানের কাছে ৩১টি চীনা সামরিক বিমান ও চারটি জাহাজ শনাক্ত করা হয়েছে। এতে আরও বলা হয়, শনাক্ত হওয়া বিমানগুলোর মধ্যে ১২টি তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করেছে।