৭-১ গোলে জাপানকে হারাল বেলজিয়াম

author-image
Harmeet
New Update
৭-১ গোলে জাপানকে হারাল বেলজিয়াম

​নিজস্ব সংবাদদাতাঃ হকি বিশ্বকাপে আজ তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম এবং জাপান। এদিন জাপানকে ৭-১ গোলের ব্যবধানে হারিয়েছে বেলজিয়াম। শুক্রবার বেলজিয়ামের হয়ে পাঁচটি গোল করেন টম বুন। প্রসঙ্গত উল্লেখ্য, আজ আর্জেন্টিনা বনাম ফ্রান্স মারছে ড্র হয়েছে এবং দক্ষিণ আফ্রিকাকে ৯-২ গোলে ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া।