মেয়াদ বাড়লো, তবে শিখিল হল বিধিনিষেধ, জারি সরকারি নিষেধাজ্ঞ

author-image
New Update
মেয়াদ বাড়লো, তবে শিখিল হল বিধিনিষেধ, জারি সরকারি নিষেধাজ্ঞ

নি্জস্ব প্রতিনিধি:  আজ জারি হল সরকারি বিজ্ঞপ্তি।  করোনা সংক্রমণ রুখতে রাজ্যে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত বিধিনিষেধ বাড়ানোর ঘোষণা। পাশাপাশি নৈশকালীন বিধিনিষেধ কিছুটা কমানো হল। এবার থেকে রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে। এতদিন পর্যন্ত রাত ৯ টা থেকে জারি হয়ে যেত নৈশকালীন বিধিনিষেধ। যা দু'ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি জানানো হয়েছে, ৫০ শতাংশ নিয়ে খোলা যাবে অডিটোরিয়াম, সুইমিং পুল।  ১৬ই আগস্ট থেকে এই নির্দেশিকা জারি হবে।