নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কে শুক্রবার সকালে তিনটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে জানায় আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো। ডোনেৎস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান কিরিলেনকো বলেন,একটি কিন্ডারগার্টেন, ক্রামাতোর্কের একটি স্কুল ও একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেন-নিয়ন্ত্রিত ডোনেৎস্ক অঞ্চলে সমস্ত শিক্ষার্থীদের বর্তমানে অনলাইনে অধ্যয়ন শুরু হয়ে গিয়েছে।