নিজস্ব সংবাদদাতা: বুরকিনা ফাসোর উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি সন্দেহভাজন জিহাদি হামলায় সেনাবাহিনীর ১৬ জন সহযোগীসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। স্থানীয় এক ভিডিপি কর্মকর্তা জানান, উত্তর-পশ্চিমাঞ্চলীয় নায়ালা প্রদেশে সৈন্য ও ভিডিপির একটি বহরে হামলায় একজন বেসামরিক নাগরিক ও প্রায় ১০ জন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন। তবে, কারা এই হামলা চালায় তা এখনও জানা যায়নি।