New Update
/anm-bengali/media/post_banners/xsSJ7JsovRMqUNfeeDyP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বড়সড় দুর্ঘটনার কবলে প্রাক্তন মন্ত্রী। জানা গিয়েছে, শুক্রবার মহারাষ্ট্রের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী দীপক সাওয়ান্তের গাড়ি ঘোড়বন্দর থেকে পালঘর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।
গাড়িটি একটি ডাম্পারের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি ঘটে। ডাম্পারের চালককে কাশিমিরা পুলিশ হেফাজতে নিয়েছে এবং প্রাক্তন মন্ত্রীকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, দীপক সাওয়ান্ত অপুষ্টিতে আক্রান্ত শিশুদের মৃত্যুর পর্যালোচনা করতে পালঘরের মোখাদা যাচ্ছিলেন। ঘোডবন্দরের সাগনাই নাকায় পৌঁছলে তাঁর গাড়িটি ডাম্পারের সঙ্গে ধাক্কা খায়। সাওয়ান্ত পিঠে চোট পেয়েছেন বলে খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us