​নিজস্ব সংবাদদাতাঃ বুধবার থেকে রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI) সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে প্রতিবাদ করছেন ভারতের কুস্তিগীররা। সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থারও অভিযোগ তুলেছেন মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট, অংশু মালিক। বৃহস্পতিবারও ফের তারা নীরব প্রতিবাদ সভা করেছিলেন যন্তর মন্তরে। এদিন কুস্তিগীর বিজেন্দ্র সিং দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের প্রতিবাদে যোগ দিয়েছেন। ব্রিজ ভূষণ শরণ সিং শুক্রবার কুস্তিগীরদের প্রতিবাদকে "শাহীনবাগের ধর্না" বলে অভিহিত করেছেন এবং তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন।