​নিজস্ব সংবাদদাতাঃ বুধবার থেকে রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI) সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে প্রতিবাদ করছেন ভারতের কুস্তিগীররা। সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থারও অভিযোগ তুলেছেন মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট, অংশু মালিক। বৃহস্পতিবারও ফের তারা নীরব প্রতিবাদ সভা করেছিলেন যন্তর মন্তরে। এদিন কুস্তিগীর বিজেন্দ্র সিং দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের প্রতিবাদে যোগ দিয়েছেন। এদিন অলিম্পিয়ান বজরং পুনিয়া বলেন, 'আমরা অপেক্ষা করছি ব্রজ ভূষণ শরণ সিংহের বক্তব্যের। আমরা আমাদের কেরিয়ারের ঝুঁকি নিয়ে এখানে এসেছি। এই লড়াই আমাদের তরুণ রেস্টলারদের স্বার্থে করা হচ্ছে যারা ভারতে কুস্তির ভবিষ্যত।'